
বৃহস্পতিবার ২৯ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: গুজরাট টাইটান্সের বিরুদ্ধে চেন্নাইয়ের আইপিএলের শেষ গ্রুপ ম্যাচের আগে এমএস ধোনির ভবিষ্যৎ নিয়ে আবার প্রশ্নচিহ্ন ওঠে। ম্যাচ শুরুর আগে সম্প্রচারকারী চ্যানেলের শোয়ে এই নিয়ে আলোচনা করেন সুরেশ রায়না, সঞ্জয় বাঙ্গার, আরপি সিং এবং আকাশ চোপড়া। তারমধ্যে দু'জন ছিলেন পক্ষে, বাকি দু'জন বিপক্ষে। এই কথোপকথন তর্কে পরিণত হয়। দুই পক্ষই তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে। এবার সিএসকের হয়ে ব্যাট হাতে খুব একটা স্বচ্ছন্দ ছিলেন না ধোনি। কখনও আট নম্বরে ব্যাট করেন। রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজাকে তাঁর আগে পাঠান। এই নিয়ে রায়না এবং আরপি সিং মনে করেন, বাকিদের সুযোগ দেওয়ার জন্যই এই পদক্ষেপ নেন সিএসকের অস্থায়ী অধিনায়ক। কিন্তু চোপড়া এবং বাঙ্গার ধোনির ফিটনেস নিয়ে প্রশ্ন তোলেন।
আকাশ চোপড়া বলেন, 'এমএস ধোনি আনক্যাপড ভারতীয় না হলে, এই বছর কি সিএসকে দলের অঙ্গ হত?' তার উত্তরে রায়না বলেন, 'অবশ্যই, ও ১৮ বছর ধরে দলের সঙ্গে আছে। এমনকী এখনও ও সবচেয়ে বেশি ছয় মারে।' তাতে ফের পাল্টা প্রশ্ন করে চোপড়া বলেন, 'ও কেন সাত, আট বা নয় নম্বরে ব্যাট করছে? দল ভাল ব্যাট করছে না। টপ অর্ডারে সমস্যা হচ্ছে। এত বড় প্লেয়ারের কি ওপরের দিকে ব্যাট করা উচিত নয়? ও কি আদৌ ফিট?' ধোনির হয়ে ব্যাট ধরেন রায়না এবং আরপি। প্রথমজনের সঙ্গে ক্যাপ্টেন কুলের সম্পর্ক দারুণ। দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন। রায়না বলেন, 'ও শেষ চার ওভারে নামতে বেশি স্বচ্ছন্দ। ও যথেষ্ট ফিট। ৪৪ বছর বয়সেও উইকেটকিপিং করছে। মাঝে একটা সাক্ষাৎকারে বলেছিল, আসন্ন বিশ্বকাপের দল গড়া হচ্ছে, তাই শিবম দুবের মতো বাকিদের সুযোগ দিতে চাইছে।' তাঁকে সমর্থন জানান আরপি। তিনি বলেন, 'হাঁটুর অস্ত্রোপচারের পর একটু সময় লাগবে। সব প্লেয়ারই নেয়। ২০ বছর ধরে উইকেটকিপিং করছে। রায়নারও হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে। কিন্তু শেষমেষ রিকোভার করে গিয়েছে। ধোনির ক্ষেত্রেও তাই হবে।' সঞ্জয় বাঙ্গার মনে করেন, ধোনির উপস্থিতি ঋতুরাজ গায়কোয়াড় এবং রবীন্দ্র জাদেজাকে নেতা হিসেবে এগোতে দিচ্ছে না।
বেঙ্গালুরুর জয়ে ধোনিকে ছাপিয়ে গেলেন জীতেশ, করলেন বিশেষ রেকর্ড
আইপিএল অতীত, ইংল্যান্ড সফরের আগে কী পরিকল্পনা পন্থের?
কামব্যাক শতরানেও স্বস্তি নেই, বড় শাস্তির কোপে পন্থ
রুদ্ধশ্বাস জয়ের পর বিরুষ্কার বিশেষ মোমেন্ট, মুহূর্তের মধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
কার কথায় অনুপ্রাণিত হয়ে ম্যাচ জেতানো ইনিংস? খোলসা করলেন বেঙ্গালুরুর অস্থায়ী অধিনায়ক
রেকর্ডের হ্যাটট্রিক কোহলির, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অনুষ্কার ভিডিও
অবশেষে ফিরলেন রানে, ঐতিহাসিক শতরানের পর মাঠেই ডিগবাজি পন্থের
টসে একী কাণ্ড! পন্থদের বিরুদ্ধে মারাত্মক ভুল করে বসলেন কোহলিদের অস্থায়ী নেতা
পাঞ্জাবের কাছে হারের পর হার্দিককে তুলোধোনা, কেন এতো চটলেন বীরু?
চেন্নাইয়ের সবচেয়ে জঘন্য আইপিএল, এখনও মন কাঁদে অশ্বিনের
ইংল্যান্ড সিরিজ নয়, রাহুলের মাথায় টি-২০ বিশ্বকাপের ভাবনা
'কোথায় এমন লেখা আছে?,' কেকেআর অধিনায়ককে তুলোধোনা বীরুর
আইপিএলের এলিট তালিকায় কোহলিকে ছুঁয়ে ফেলার হাতছানি, দ্বিতীয় প্লেয়ার হিসেবে এই নজির গড়বেন রোহিত